জাবিসাসের নতুন সদস্য আহ্বান
জাবি প্রতিনিধি
স্বাধীন বাংলাদেশের ক্যাম্পাসভিত্তিক প্রথম সাংবাদিক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) ২০২২ সালের জন্য সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য আহ্বান করেছে। মঙ্গলবার (২৯ মার্চ) সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ওসমান গণি রাসেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের পাঁচ ধারা অনুযায়ী আগামী ৩১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদের জন্য আগ্রহীরা আবেদন করতে পারবেন। এজন্য সদস্যপদ নবায়নকারী এবং নতুন সদস্যপদ প্রত্যাশীদের অফিস চলাকালে অফিস সহকারী সাখাওয়াত হোসেনের কাছ থেকে নির্ধারিত ফি দিয়ে আবেদনপত্র গ্রহণ ও জমা দিতে হবে।
নতুন সদস্যপদ প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে পত্রিকা থেকে পাওয়া নিয়োগপত্র বা পরিচয়পত্র, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ওই পত্রিকায় স্বনামে প্রকাশিত কমপক্ষে ৩টি সংবাদ জমা দিতে হবে।