দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রতীকী অনশন
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি :-
দ্রব্যমূল্যের উধ্বর্বগতি ও সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রতীকী অনশন পালিত । বুধবার সকাল ১০ থেকে বিকাল ৩টা পর্যন্থ ময়মনসিংহের নতুন বাজার দলীয় কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়েছে । দ্রব্যমূল্যের উধ্বর্বগতি ও সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রতীকী অনশনে
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে এর সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির :সাবেক সাধারণ সম্পাদক এবং মহানগরের আহবায়ক আবু ওয়াহাব আকন্দ , দক্ষিণ জেলা বিএনপির যগ্ম আহবায়ক ফকর উদ্দিন বাচ্চু, যগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক, যুগ্ম আহ্বায়ক শুকুর মাহমুদ ববি সহ অনেক নেতাকর্মী বক্ত্য রাখেন।