২৫০০টাকার জাল নোট উদ্ধার
সদর প্রতিনিধিঃ নীলফামারী শহরের পাঁচ মাথা এলাকা থেকে ২৫০০ টাকার জাল নোট উদ্ধার করেছে নীলফামারী থানা পুলিশ।
আজ সকাল সোয়া এগারটার দিকে এ সময় কাজিনূর রহমান(২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বানিয়া পাড়া এলাকার খোদাই বক্সের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া জাল টাকার মধ্যে ছিলো ৫’শ টাকার চারটি নোট, দুই’শ টাকার একটি এবং এক’শ টাকার তিনটি নোট। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান নীলফামারী থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ।