নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মুল্যে বিক্রি করা হবে টিসিবি পণ্য

সরকারিভাবে করোনাকালীন সময়ের করা ডাটাবেজের তথ্য অনুযায়ী মানিকগঞ্জে প্রধানমন্ত্রী কতৃক সহায়তা প্রদান করা হয়েছিল আটত্রিশ হাজার ছয়শত উনিশ জনকে। পরবর্তীতে জেলা ও উপজেলা প্রশাসনের তত্বাবধান এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় নতুন চোয়াল্লিশ হাজার দুইশত পচাশি জনকে সহ মোট বিরাশি হাজার নয়শত চার জনকে গ্রাহক বাছাই করা হয়।
জেলায় ফ্যমিলি কার্ডের বিপরীতে টিসিবি পণ্য দেওয়া হবে মানিকগঞ্জ পৌরসভায় ৫৭৫ জনকে। এ সব পণ্যের মধ্যে আছে প্রতি লিটার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দরে ২ কেজি চিনি, ৫০ টাকা দরে ২ কেজি ছোলা, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল।
ফ্যামিলি কার্ড পাওয়া গ্রাহক প্রতি মাসে দুই বার টিসিবির পণ্য ক্রয় করতে পারবে। প্রথম পর্ব শুরু হবে ২০ মার্চ-৩০ মার্চ পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ৩-২০ এপ্রিল পর্যন্ত। এই সময়ের ভিতর সকল গ্রাহককে স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার নির্দিষ্ট স্থান থেকে টিসিবি পণ্য দেওয়া হবে।