মানিকগঞ্জের পাটুরিয়ায় ভোগান্তিতে চালক ও যাত্রীরা
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মোহসীন মাতৃক
দেশে তিন দিনের ছুটিতে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রধান প্রবেশ পথ পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ৫ কিলোমিটারের দীর্ঘ যানজট সৃস্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যানবাহনের চালক ও যাত্রীরা। ১৮ মার্চ শুক্রবার সকাল থেকেই পাটুরিয়া ঘাটে যানজট সৃস্টি হয়।
এছাড়া নদীতে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে আরিচা ও পাটুরিয়া ঘাটে যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঘাটে ২০টি ফেরির মধ্যে ১৯ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। পাটুরিয়া ফেরি ঘাটে প্রায় ১ হাজার যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে। এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশী। যাত্রীদের দুর্ভোগ কমাতে যাত্রী পরিবহন ও ছোট গাড়ী পারাপার করা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিতে।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, সরকারি ছুটি থাকায় ঘাটে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এতে ঘাটে যাত্রীদের সাময়িক অসুবিধা হচ্ছে।