তাহফীজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
তাহফীজুল কুরআন পরিষদ বাংলাদেশ পরিচালিত হিফজুল কুরআন প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন । ১৭ ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় দিরাই থানা পয়েন্টস্হ তাহফীজুল কুরআন পরিষদের সভাপতি হাফেজ মাওলানা লুকমান আহমেদের সভাপতিত্বে ,মাওলানা আলী হোসেন ইমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাফাজ্জল হক আজীজ ( ঢাকা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সোহেল আহমদ, সহসভাপতি সিরাজউদ্দৌলা, মাওলানা নুরুদ্দীন,মাওলানা আব্দুল মোক্তােদির, এবিএম নোমান, মাওলানা আব্দুল মুকিত চৌধুরী,
মোনাজাত করেন মাওলানা হোসাইন আহমদ। দেশের বিভিন্ন জেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যাচাইযোগ্যতায় ৩০ জন হাফেজকে ইয়েস কার্ড প্রদান করা হয়। প্রতিযোগীদের মধ্যে একেক করে বিজ্ঞ হাফিজ, আলেম বিচারকদের পবিত্র কুরআন মাজিদের ভিন্ন ভিন্ন সূরার একটি আয়াত দ্বারা সম্বলিত আয়াতের মাধ্যমে প্রতিযোগীর তিলাওয়াতকে গুরুত্বসহকারে সহিহ তিলাওয়াতের গুরুত্ব দিয়েই ফলাফল নির্ধারণ করেন। সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মাওলানা আবু তাহের গুলজারী, মাসুম আহমেদ, মোশাহিদ আলী উপস্থিত ছিলেন।
১১ তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতায় দেশের বিভিন্ন জেলার প্রতিষ্ঠান থেকে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা। পর্যায়ক্রমে গ্র্যান্ড ফাইনালের চুড়ান্ত পর্যায়ে আসা প্রতিযোগিদের মধ্যে শ্রেষ্ঠ স্হান অধিকারীকে ২০ হাজার , ২য় স্হান অধিকারীকে ১৫ হাজার, ৩য় স্হান অধিকারীকে ১০ হাজার, অন্যান্যদের ক্রমান্বয়ে ৩-২ হাজার করে ১৫ জন এবং বাকি ০৫ জন হাফেজদের সম্মাননা ক্রেস্ট এবং নগদ অর্থ প্রদান করা হয়।
প্রতিযোগিতায় (১ম) স্হান অধিকার করেন সিলেটের হাফেজ উবায়দুর রহমান,( ২ য় ) স্হান অধিকার করেন সিলেটের হাফেজ মিফতাহ উদ্দিন (৩য়) স্হান অধিকার করেন আখলিয়ার হাফেজ মাহদি হাসান মাহদুদ , (৪র্থ) স্হান অধিকার করেন জগ্ননাথপুরের হাফেজ মিসবাহ উদ্দিন সালমান, (৫ম) স্হান অধিকার করেন বি বাড়িয়ার হাফেজ তাওকীর হাসান , (৬ষ্ট) স্হান অধিকার করে ময়মনসিংহের হাফেজ মোস্তাফিজুর রহমান ( ৭ম) স্হান অধিকার করেন বিয়ানিবাজারের হাফেজ ফাহিম আহমদ খান , (৮ম) স্হান অধিকার করেন ময়মনসিংহের হাফেজ মোঃ আশরাফুল ইসলাম ,( ৯ম) স্হান অধিকার করেন গোলাপগঞ্জের হাফেজ মোশেহিদ আহমদ , (১০ম)স্হান অধিকার করেন হাফেজ আকরাম বিন নাজিম,( ১১ ) জগন্নাথপুরের হাফেজ ইয়াসিন,( ১২)বি বাড়িয়ার হাফেজ ওলিউল্লাহ,( ১৩)কোতোয়ালি সদরের হাফেজ হামিদুল ইসলাম, (১৪)পটুয়াখালীর হাফেজ আইমান বিন আবুল বাশার, (১৫)জকিগঞ্জের হাফেজ নজমুদ্দীনসহ আরও ৫ জনকে সম্মানিত করা হয়।