গাইবান্ধায় তালাক দেয়া স্ত্রীর সাথে দেখা করতে গিয়ে যুবক খুন
শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :
গাইবান্ধা সদর উপজেলায় ডাকাত সন্দেহে সাখাওয়াত হোসেন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ময়না বাজার এলাকার বর্মত্বত গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত হোসেন গাইবান্ধা পৌর শহরের সরকার পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানান, দুই বছর আগে সাখাওয়াত হোসেনের সঙ্গে খোলাহাটী ইউনিয়নের আনালের তাড়ির বর্মত্বত গ্রামের মৃত সৈয়দ আলীর মেয়ে শিউলী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে দুজনের মধ্যে মনোমালিন্য হওয়ায় দুজনের বিবাহ বিচ্ছেদ ঘটে।
বিচ্ছেদের পর শিউলি বেগমের সঙ্গে একই গ্রামের বায়েজিত ইসলামের আবারও বিয়ে হয়। শিউলীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলেও দুজনের মধ্যে গোপনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
প্রায়ই রাত হলে শিউলির বাড়ির আশপাশে ঘোরাঘুরি করতো সাখাওয়াত। এ নিয়ে কয়েকদিন আগেও তার আগের শশুর বাড়ির লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা এমনকি হাতাহাতি পর্যন্ত হয়। সাখাওয়াত প্রায় সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকতো বলেও জানান স্থানীয়রা।