ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জন্মদিনে সাত দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা
জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী, কুড়িগ্রাম:১৭.০৩.২২
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সকাল সাড়ে নয়টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অপরদিকে সকাল ১১ টায় উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিনের কেক কেটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাত দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করেন। এসময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধকালীন বীরথাগাবীরথাগা বিষয়ক স্মৃতিচারণ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে আলোচনা করা হয়।মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় বিভিন্ন দপ্তরের ২১ টি স্টল অংশগ্রহণ করেন। পরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।