কুড়িগ্রামে রাজারহাট উপজেলা পরিষদ ডাকবাংলো উদ্বোধন
কুড়িগ্রাম প্রতিনিধি : ০৩-০৩-২০২২
কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে নির্মিত রাজারহাট উপজেলা পরিষদ ডাকবাংলোর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজারহাট উপজেলা প্রশাসন সংলগ্ন এলাকায় নবনির্মিত ডাকবাংলোটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার প্রমুখ।
এডিবি’র অর্থায়নে ও কুড়িগ্রাম জেলা পরিষদের সহযোগিতায় ১ কোটি ৭৫ লক্ষ টাকা চুক্তিমূল্যে ডাকবাংলোটি নির্মাণ করা হয়। যার প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছিল ২ কোটি টাকা।