বগুড়ার সারিয়াকান্দিতে বিষপানে নববধূর আত্মহত্যা
সারিয়াকান্দি (বগুড়া) প্রতি
উপজেলার হাটশেরপুর ইউনিয়নে নিজবলাইল পশ্চিম পাড়া গ্রামের দুলা মন্ডলের মেয়ে। স্থানীয়রা জানায়, প্রায় সাত মাস আগে একই ইউনিয়নের হাসনাপাড়া এলাকার এনামুলের ছেলে আব্দুল কাদের সনি (২৫)এর সাথে তার পারিবারিক ভাবে বিয়ে হয়। এরপর থেকে পারিবারিক কলহ অব্যাহত ছিলো। গতকাল সোমবার সকালে ঐ নববধূর শ্বশুর বাড়ীতে বিষপানের করেন। এ খবর পরিবারের লোকজন জানতে পেরে আহত নববধূকে সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে আসেন এবং অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, এই ঘটনায় বগুড়া সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তারা আরও জানান, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করার প্রস্তুতি নেয়া হচ্ছে।