সেই মাদরাসা ছাত্রটি এখন ঢাবি শিক্ষক

মাদরাসা ছাত্র হওয়ায় আইন বিভাগে ভর্তি হতে না পারা ছেলেটি হলেন ঢাবি অর্থনীতি বিভাগের শিক্ষক।

সাইফুলের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়। গ্রামের একটা ছেলে মাদ্রাসা থেকে দাখিল পাস করে চট্টগ্রাম কলেজে ভর্তি হয়। সচরাচর মাদ্রাসা থেকে আসা ছেলেমেয়েরা কলেজে সুইচ করলে প্রথম প্রথম একটু হীনমন্যতায় ভুগে। তার উপর অনেকের অনেক ধরনের প্রেডিকশন। এইগুলো কে যারা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে কেবল তারাই এগিয়ে যায়। বলছিলাম সাইফুলের কথা। কলেজে পড়ার সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়ার স্বপ্ন দেখছিলেন সাইফুল।
চট্টগ্রাম কলেজের ১২-১৩ ব্যাচের আরো অনেকেই সাইফুলের মতো স্বপ্ন নিয়ে ঢাবিতে ভর্তি পরীক্ষা দেয়। সেই বছর আমাদের কলেজ থেকে একমাত্র সাইফুলই ঢাবিতে আইন বিভাগে পড়ার সুযোগ পায়। স্বপ্নবাজ সাইফুল ভর্তি হয়ে খুব উচ্ছ্বাস নিয়ে ক্লাসেও যায়। কিন্তু বিপত্তি বাঁধে কয়েকদিন পর। আইন বিভাগ সিদ্ধান্ত নেয়, যাদের একটি বা দুইটিই মাদ্রাসা, তাদেরকে আইন বিভাগে পড়ার সুযোগ দেওয়া হবেনা। একটা স্বপ্নের পিছনে এতোটা দৌড়ানোর পর সেটা পেয়ে আবার হারিয়ে ফেলা কতোটা কষ্টের হতে পারে, সেদিন সাইফুলকে দেখে বুঝতে পেরেছিলাম। কিন্তু সে দমে যায়নি। প্রথম স্বপ্নে ব্যর্থ হয়েছে তো কী? বন্ধুবান্ধব সবার সান্ত্বনার পর সে ঘুরে দাড়ালো। সিদ্ধান্ত নিলো অর্থনীতি নিয়ে পড়বে। অর্থনীতি তার জন্য সহজ বিষয় ছিলোনা। কিন্তু তার উদ্যমের কাছে সবই হার মেনে যায়। প্রথম সেমিস্টারেই ফাস্ট ক্লাস ফাস্ট। এক বছরের মধ্যে সে হয়ে উঠে অর্থনীতির বস। নিজ ডিপার্টমেন্ট তো আছেই, বাইরের অনেক নামি-দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও তার কাছে অর্থনীতি প্রাইভেট পড়তে আসে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ সিজিপিএ ৪ এর মধ্যে ৩.৯৪ পেয়ে প্রথম স্থান অধিকার করে অনার্স পাশ করে। মাদরাসা থেকে দাখিল পাশ করে জীবনের এতগুলি চ্যালেঞ্জ উৎরে এ অবস্থানে আসার ক্ষেত্রে একটা বার্তা রয়েছে। চ্যালেঞ্জ আসবে জীবনে, কিন্তু দমে যাওয়া যাবেনা। বিপর্যয় আসবে, কিন্তু ঘুরে দাড়াতে হবে। অভিনন্দন Md Saiful Islam কে। সেই ছোট্র মাদরাসা ছাত্রটি ছুতে পেরেছে স্বপ্নের চুড়ান্ত স্তর। অনেক দোয়া তোমার জন্য। সত্যই তুমি আজ প্রভাষক অর্থনীতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমার জন্য অবারিত দোয়া।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অর্থনীতি বিভাগ * আইন বিভাগ * চট্টগ্রাম কলেজে * ঢাবি * দাখিল * মাদরাসা * শিক্ষক
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ