রৌমারীতে গাছ কাটার সময় চাপা পড়ে এক যুবকের মৃত্যু, আহত-২
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলায় রেইনট্রি গাছ কাটার সময় চাপা পড়ে ফুলচান মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা বন্দবেড় ইউনিয়নের পূর্ব পাখিউড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ফুলচান বন্দবেড় ইউনিয়নের পূর্ব পাখিউড়া গ্রামের মো. আবু সাইদ এর ছেলে।
পূর্ব পাখিউড়া গ্রামের বাসিন্দা আক্তার হোসেন বলেন, পূর্ব পাখিউড়া মোড়ে উত্তর পাশে রাস্তার রেইনট্রি গাছের মাথায় রশি বেঁধে নিচে কাঁঠাল গাছের সাথে রশি পেঁচিয়ে ফুলচান নিচ থেকে রশি টেনে ধরেছিল গাছের মাথা কাটার সময় ছিটকে পড়ে ফুলচান গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় সুরুত আলী (৪০) ও মোকবুল হোসেন(৩৭) নামের আরো দুইজন আহত হয়।
বন্দবেড় ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বর মো. আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাস্তার রেইনট্রি গাছ কাটার সময় গাছ উপরে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ বাড়ী নিয়ে আসা হয়েছে। সন্ধ্যায় তার নামাজে জানাজা হবে।
এবিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।