ঠাকুরগাঁওয়ে ভ্যানের ধাক্কায় কলেজের হিসাবরক্ষক নিহত

জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভ্যানের ধাক্কায় বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের হিসাবরক্ষক হামিদুর রহমান (৪০) নামে এক জনের মৃত্যু হয়েছে। ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত হামিদুর রহমান উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি কাশিডাঙ্গা গ্রামের ইঞ্জিনিয়ার ফজলুর রহমানের ছেলে।
বালিয়াডাঙ্গী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম জানান, মোটরসাইকেলে মেয়েকে নিয়ে বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে যাচ্ছিলেন হামিদুর। কলেজ গেটের সামনেই অপর দিক থেকে আসা একটি বৈদ্যূতিক পিলার বহনকারী ভ্যানে থাকা পিলার বুকে লাগলে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে মোটরসাইকেলের পিছনে বসে থাকা মেয়েটির কোন ক্ষতি হয়নি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।