নওগাঁর পত্মীতলায় ৫ম ধাপে স্থগিত হওয়া ৫টি কেন্দ্রের ভোট সম্পন্ন

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্মীতলায় (৫ জানুয়ারি) ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গোলযোগ ও সহিংসতায় স্থগিতহওয়া ৪ ইউপির ৫টি কেন্দ্রের ভোট গ্রহন সম্পন্ন  হয়েছে। আজ (সোমবার) সকাল ৮ টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়। চলে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত। এই ৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা  করছেন ১৯ জন প্রার্থী।
স্থগিত হওয়া ৫টি কেন্দ্রের মোট ভোটার ১০ হাজার ১৬০ জন। এরমধ্যে পত্মীতলা ইউনিয়নে ইভিএম ও বাকি চার কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। স্থগিত হওয়া ভোট কেন্দ্রগুলো হল, পত্মীতলা ইউনিয়নের মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষনগর ইউনিয়নের কমলাবাড়ি ও ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকবরপুর ইউনিয়নের মান্দাইন উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণপুর ইউনিয়নের পানিওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এদিকে ৪ ইউপির ৫ টি কেন্দ্রের অনুষ্ঠিত  পুনঃভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন যারা-
ঘোষনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক নৌকা প্রতীকে ৮ হাজার ৮৩০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফারজানা পারভীন ঘোড়া প্রতীকে ৬ হাজার ৬২ ভোট পেয়েছেন।
আকবরপুর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ওবায়দুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীকে ৪ হাজার ৫৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ৪ হাজার ৫১৭ ভোট পেয়েছেন।
পত্নীতলা ইউনিয়নে ওবায়দুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে ৬ হাজার ২৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ১৭০ ভোট পেয়েছেন।
কৃষ্ণপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঘোড়া প্রতীকে ৭ হাজার ৪২৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শ্যামল মহন্ত ৬ হাজার ১০৯ ভোট পেয়েছেন।
উল্লেখ্য যে, গত ৫ জানুয়ারি সারাদেশের ন‍্যায় পত্নীতলা উপজেলার মোট ১১ ইউনিয়নে ৫ ম ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিশৃঙ্খলা ও নির্বাচনী সহিংসতার কারণে এর মধ‍্যে ৪ ইউপির মোট ৫ টি ভোটকেন্দ্রের ফলাফল তখন স্থগিত রাখে উপজেলা নির্বাচন কমিশন, পত্নীতলা। যার ফলে সেসকল ইউপিতে আজ পুনঃভোট অনুষ্ঠিত হয়।
এদিকে নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ  ভাবে শেষকরতে ভোটকেন্দ্রে ও কেন্দ্রের বাইরে পুলিশ, আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও প্রতি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, দুই কেন্দ্র মিলে একজন এ্যাডিশনাল এসপি, স্ট্রাইকিং ফোর্সসহ মোবাইল টিমের টহল জোরদার করা হয়েছে
পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান জানায়, সুষ্ঠ ও শান্তি পূর্ণভাবে এবারের নির্বাচন শেষ হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নওগাঁ পত্নীতলা উপজেলা ইউপি নির্বাচন ভোট স্থগিত
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ