৬৪ জেলার বায়ুমান সমীক্ষা শীর্ষক ক্যাপসের গবেষণার ফলাফল প্রকাশ ৩ ফেব্রুয়ারি
সৈয়দ আমিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি | ঢাকা, ৩১ জানুয়ারি ২০২২ : স্টামফোর্ড বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর উদ্যোগে আগামী ৩ ফেব্রুয়ারী ২০২২ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হল, ঢাকা-তে “দেশব্যাপী ৬৪ জেলার বায়ুমান সমীক্ষা-২০২১” শীর্ষক ক্যাপস-এর বৈজ্ঞানিক গবেষণার ফলাফল প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী এবং মূল বক্তব্য উপস্থাপন করবেন স্টামফোর্ড বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দেশ বরেণ্য চিকিৎসক, প্রাণী বিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, আইনবিদ এবং পরিবেশবিদ সহ ক্যাপস গবেষণা দলের সদস্যগণ।