নৌকা’র সমর্থকের দোকান থেকে ৩৫০ পিস বাঁশের লাঠি উদ্ধার করেছে ডিবি পুলিশ
পলাশ,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোরগাছা বাজার এলাকায় একটি দোকান থেকে সহিংসতার জন্য মজুদ করে রাখা ৩৫০ পিস বাঁশের লাঠি উদ্ধার করেছে বগুড়া ডিবি পুলিশ। রবিবার বিকালে এই লাঠি উদ্ধার করা হয়। লাঠি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ঐ এলাকায় দায়ীত্বে থাকা ডিবি পুলিশের টিম লিডার আশিকুর রহমান ও এস আই শাহ আলম। সুত্রটি জানান, কে বা কাহারা এই লাঠি মজুদ করেছে তাহা জানা যায়নি। মজুদ করা দোকানের মালিক পলাতক রয়েছে। তবে ঐ দোকানের মালিক নৌকা মার্কার সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান উদ্ধারকারী দল। তবে জানতে চাইলে এই লাঠি মজুদের ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন ঐ ইউনিয়নের নৌকা’র প্রার্থী গোলাম রব্বানী টুকু। এবিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা গ্রহন করা হবে।