রাণীশংকৈলে জাঁকজমক ভাবে একদিন  ব্যাপি সাইকেল স্টান্ট শো অনুষ্ঠিত 

 

 

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ কেউ সাইকেলের সিটে কেউ বা আবার হেন্ডেলে কেউ আবার এক চাক্কার উপরে দাঁড়িয়ে ভিন্ন ভিন্ন রকমের খেলা দেখান ২০ থেকে ২২ বছরের তরুন যুবকেরা।ব্যতিক্রমী এই খেলাটি, মহান বিজয় দিবস স্মরণে এম এ খালেক হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং মেসার্স মজুমদার স্টোর এর সৌজন্যে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ৬৯ গ্রুপ কর্তৃক এক দিনব্যাপী স্টান্ট শো অনুষ্ঠিত হয়েছে ৭ জানুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে।

অনুষ্ঠানে আহম্মেদ হোসেন বিপ্লব এর সভাপতিত্বে ও স্টান্ট শো এর স্বত্বাধিকারী আল হাবিব এর আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন,গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সহকারী ভূমি কমিশনার ইন্দ্রজিৎ সাহা, থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল, প্রেসক্লাব সভাপতি ফারুক আহমেদ সরকার,যুব লীগ নেতা ও খালেক হোটেলের স্বত্বাধিকারী আব্দুল খালেক ও মেসার্স মজুমদার স্টোর এর স্বত্বাধিকারী বকুল মজুমদার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।

 

স্টান্ট শোতে দেশের কয়েকটি জেলার সাইকেল ও মোটরসাইকেল স্টান্ট চালকেরা খেলা দেখান, এতে প্রায় কয়েক হাজার নারী পুরুষ দর্শক এই ব্যতিক্রম ধরনের  খেলাটি দেখার জন্য মাঠে অধির আগ্রহে ভির জমান।

 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্য বলেন সন্তানদের বিভিন্ন খেলা ধুলাতে মনোযোগ বাড়াতে পরিবারের বাবা মায়েদের প্রতি অনুরোধ জানান, এবং নেশার মত ভয়াল জগত থেকে সন্তানদের ফিরিয়ে আনার জন্য খেলা ধুলার কোন বিকল্পনেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * অনুষ্ঠিত * জাঁকজমক * রাণীশংকৈল * শো * সাইকেল স্টান্ট
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ