সিপিবি’র ঢাকা জেলার সভাপতি সুকান্ত শফি, সম্পাদক আবিদ

 

 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা জেলার সম্মেলনে সুকান্ত শফি চৌধুরী কমলকে সভাপতি ও আবিদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

সন্ধ্যায় ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন, আব্দুর রহিম, আব্দুল মান্নান, মোবারক হোসেন ঝন্টু, সিকিম আলী, মাসুদ আহমেদ, মোহাম্মদ শাজাহান, ইদ্রিস আলী, ইসরাফিল আলম, আরিফুল ইসলাম, ফিরোজ কাজী, এমাদুল হক, আসলাম উদ্দিন, রুহুল আমিন, ফরিদ আহমেদ ও সাজেদা খাতুন।

গঠনতন্ত্র অনুসারে এই জেলা কমিটি আগামী ৪ বছর দায়িত্ব পালন করবে।

এর আগে সকাল ১১ টায় জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা প্রাথমিক বিদ্যালয়ের হল কক্ষে শুরু হওয়া সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সাভার, আশুলিয়া, ধামরাই, নবাবগঞ্জ ও দোহার এলাকার ৭২ জন ডেলিগেট অংশ নেন।

 

কাউন্সিল অধিবেশনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা লীনা চক্রবর্তী। এতে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য লক্ষী চক্রবর্তী ও প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাস অঞ্জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আবিদ * ঢাকা জেলা * সিপিবি * সুকান্ত শফি