চকরিয়ায় ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ

 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ চকরিয়া প্রতিনিধিঃ

 

কক্সবাজারের  চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল সড়কের বিভিন্ন ফার্মেসীতে উপজেলা প্রশাসন ও কক্সবাজারের র‌্যাব ১৫-এর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে

বিপুল পরিমাণ নিবন্ধনবিহীন ভেজাল ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত হাসপাতাল সড়কে এ অভিযান পরিচালনা করেন।

আদালত সুত্রে জানায়, চকরিয়া উপজেলা সদরে সরকারি হাসপাতাল সড়কে বিভিন্ন ঔষধ ফার্মেসীতে দীর্ঘদিন ধরে বেশকিছু অসাধু ব্যবসায়ী নিবন্ধনবিহীন, নিষিদ্ধ ও ভেজাল ঔষধ বিক্রি করে আসছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসলে মঙ্গলবার দুপুরে চারটি ফার্মেসীতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ঔষধ, অনুমোদনহীন ভেক্সিন, মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল ও ফুড সাপ্লিমেন্ট ঔষধ উদ্ধার করে জব্দ করা হয়।

পরে অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামান এসব ঔষধের ফার্মেসীকে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারা লঙ্গন করার অপরাধের দায়ে উক্ত আইন মোতাবেক অর্থদণ্ড প্রদান করেন।

আদালত সরকারি হাসপাতাল সড়কের শাহ আমিন ফার্মেসীকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, আর এস মেডিকোকে ৩০ হাজার টাকা, আর এস ফার্মেসী এন্ড ভেটেরিনারিকে ৫০ হাজার টাকা, শাহ আকতারিয়া ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানের সময় কক্সবাজার ওষধ পরিদপ্তরের ড্রাগ সুপার, র‌্যাব-১৫ কক্সবাজারের এবটি টিম ও ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর ও ঔষধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামান বলেন, চকরিয়া পৌরশহরে হাসপাতাল সড়কে ৪টি ফার্মেসীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নিবন্ধনবিহীন, নিষিদ্ধ ও ভেজাল ঔষধ জব্দ করা হয়েছে।

ফার্মেসী থেকে উদ্ধারকৃত এসব ঔষধ রাখা ও বিক্রির দায়ে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর অপরাধের দায়ে ওই ৪টি ফার্মেসীকে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, ফার্মেসী থেকে জব্দকৃত এসব ভেজাল ঔষধ জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চকরিয়া * জব্দ * ফার্মেসী * মেয়াদ উত্তীর্ণ