প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ
মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলায় মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ০৫ জানুয়ারি বুধবার সকালে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তার মকছেদুল ইসলাম (৩৮) সদরের নারগুর ইউনিয়নের বাসিন্দা।
বুধবার সকালে মকছেদুল ইসলামকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। মামলার মাত্র দুই ঘণ্টা পর সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী তরুণীর মা জানান, গত ০৪ জানুয়ারি মঙ্গলবার নিজের প্রতিবন্ধী মেয়েকে ঘরে রেখে মাঠে ছাগল আনতে যান তিনি। এসময় তার মেয়েকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন মকছেদুল। ছাগল নিয়ে বাড়ি ফেরার পর মেয়েকে কান্না করতে দেখে কারণ জিজ্ঞেস করেন তিনি। জবাবে ওই তরুণী জানান, মকছেদুল তাকে ধর্ষণ করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, বুধবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভুক্তভোগী তরুণীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। গ্রেপ্তার মকছেদুল ইসলামকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।