আওয়ামী লীগের কার্যালয়ে রহস্যময় যুবক।

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ আওয়ামী লীগ এর কেদ্রীয় কার্যালয়ের ভিতরে এক যুবক ( কথিত পাগল ) ঢুকে পরে ! তারপর ই শুরু হয় বিশাল এক কান্ড ! শতচেষ্টা করেও তাকে কেউ নামাতে পারে নাই ! পরে প্রথম দফায় ফায়ার সার্ভিস ও পুলিশ তাকে নামাতে ব্যর্থ হলে ও পরবর্তীতে ফায়ার সার্ভিস এর আরেকটি দল এসে ক্রেন দিয়ে তাকে নিচে নামিয়ে আনেন !!! লোকটি কে, কেন উঠেছিল ওই দেওয়ালে বা আসলেই পাগল কিনা সে বিষয়ে কিছুই জানা যায় নি !!!