শপথ নিলেন ১১ ইউপি’র চেয়ারম্যান ও মেম্বরগণ
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
শপথ নিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা। গতকাল মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ্য করান জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এসময় উপস্থিত ছিলেন, ডিডিএলজি রোকসানা বেগম, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ। ওই দিন বিকালে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যেদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম, উপজেলা প্রকৌশলী শামসুল আরফিন খান, উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল প্রমূখ। যে সব ইউনিয়নের চেয়ারম্যান শপথ নিলেন, তারা হলেন বামনডাঙ্গা ইউনিয়নের মো. আব্দুল জব্বার, সোনারায় সৈয়দ বদিরুল আহসান, তারাপুর মো. আমিনুল ইসলাম, বেলকা মো. ইব্রাহিম খলিলুল্যাহ, দহবন্দ মো. রেজাউল আলম সরকার, সর্বানন্দ মো. জহুরুল ইসলাম, রামজীবন মো. শামসুল হুদা সরকার, ধোপাডাঙ্গা মো. মোকলেছুর রহমান মন্ডল, ছাপড়হাটী কনক কুমার গোস্বামী, শান্তিরাম এবিএম মিজানুর রহমান, কাপাসিয়া মো. মঞ্জু মিয়া। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কঞ্চিবাড়ি ও শ্রীপুর ইউনিয়নের ১টি করে কেন্দ্রের পুনঃ নির্বাচন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সে কারণেই ওই ২ ইউনিয়নের গেজেট তৈরি না হওয়ায় নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের শপথ গ্রহণ স্থগিত রয়েছে