দেশের সব মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশন ও শিক্ষার্থীদের শপথ পাঠের নির্দেশ

 

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, : 

 

দেশের সব মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশন এরপর শিক্ষার্থীদের শপথ পাঠ করাতে নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

প্রতিষ্ঠান প্রধানদের প্রতি সোমবার ( জানুয়ারি ২০২২) অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশনা জারি করে।

 

এর আগে ২০২১ সালের ৩০ ডিসেম্বর কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগকে বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী সরকারিবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে যে শপথবাক্য পাঠ করতে হবে তা হলো, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।
আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব।
মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।

 

এর আগে গত ২৮ ডিসেম্বর দেশের স্কুলকলেজের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠের ব্যবস্থা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছিল মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ।

অফিস আদেশে শপথ বাক্য পাঠ নিশ্চিত করতে দেশের সকল জেলা প্রশাসক, উপজেলা/থানা নির্বাহী অফিসার, সকল জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দেয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জাতীয় সংগীত * শপথ পাঠের নির্দেশ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ