শেরপুর কুসুমহাটি বাজারে অগ্নিকান্ডে প্রায় দেড় থেকে দুই কোটি টাকার ক্ষতি।
শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে কুসুমহাটি বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (২ জানুয়ারি ) সকাল ৬টার দিকে কুসুমহাটি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্র পাত।
দোকানে বৈদ্যুতিক তারে আগুন লাগে। পরে মহুর্তেই আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী সুবল মুদি দোকান,আখেল মিয়া মনোহারি দোকান , অাকরাম মুদি , ওহেদ আলী পান সুপারির দোকান, অাজাদ মুরগির দোকান, তোফাজ্জল মুদি ও চাওলের গোডাউন, জুলহাস চাউলের গোডাউন, হযরত চাউলের গোডাউন, সুজন কসমেটিকস ও আর এফ এল এর দোকান, কালাম চাউলের দোকান,করিম মুদি দোকান সহ মিঠু,নারায়ন,নিরঞ্জন সেলুনের দোকান আগুনে পুড়ে ভষ্মিভুত হয়।
মুদি দোকান দার আখেল জানান, আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমার দোকানে ২০ থেকে ৩০লাখ টাকার চাল ডাল নিত্যে প্রয়োজনীয় জিনিস ছিল সব পুড়ে গেছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ আব্দুল হাই জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্র হয়েছে। পাশাপাশি দোকানগুলো টিন শেডের হওয়ায় সহজে অনান্য দোকানগুলোতে আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আগুনে প্রায় থেকে দেড় থেকে দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শেরপুর ফায়ার সার্ভিস (সিভিল ডিফেন্স) উপ-সহকারী পরিচালক জাবেদ তারেক জানান, সংবাদ দেরিতে পাওয়ায় আমরা দ্রুত পৌছানোর আগেই দোকানপাটগুলো আগুনে ভষ্মিভূত হয়।