বগুড়ার সারিয়াকান্দিতে ১১টি ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা
পলাশ,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার রাতে ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের নাম ঘোষণা করা হয়। সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমান মতি রোববার বাংলা এফএমকে জানান, ফুলবাড়ী ইউনিয়নে আনোয়ারুত তারিক মোহাম্মদ, নারচীতে আলতাফ হোসেন তরফদার বান্টু, হাটশেরপুরে মতিয়ার রহমান মতি, কাজলায় শাহজাহান আলী মোল্লা, বোহাইলে গোলাম মোস্তফা টুকু, সারিয়াকান্দি সদরে সাহাম্মত করিম, চন্দনবাইশা ইউনিয়নে মাহামুদুন্নবী হিরু, ভেলাবাড়ীতে গোলাম রব্বানী টুকু, কর্ণিবাড়ীতে আনছার আলী মাস্টার, কুতুবপুরে আতাউর রহমান মিঠু ও কামালপুর ইউনিয়নে রাশেদুজ্জমান রাসেল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন।