দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি আপস করব না: প্রধান বিচারপতি

 

 

 

নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আজ রোববার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘দুর্নীতি একটি ক্যান্সার। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি আপস করব না।’

প্রধান বিচারপতি বলেন, সারাদেশে বিচার বিভাগের বিচারক ও কর্মকর্তাদের কার্যক্রম মনিটর করতে আলাদা কমিটি গঠন করা হয়েছে।

প্রধান বিচারপতিকে স্বাগত জানিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং এসসিবিএ সচিব মো. রুহুল কুদ্দুস কাজল পৃথক বক্তব্য দেন।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গত ৩০ ডিসেম্বর বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি নিযুক্ত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * প্রধান বিচারপত * প্রধান বিচারপতি * হাসান ফয়েজ সিদ্দিকী
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ