শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন ফরিদপুরের আরমান

করোনাকালে স্বেচ্ছাসেবী কাজে বিশেষ অবাদান রাখার জন্য শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড -২০২০ পেয়েছেন ফরিদপুরের ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের শিক্ষার্থী মোঃ আরমান হোসেন দীপ্ত।
গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’ এর সমাপনী অনুষ্ঠানে প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হয়।
সমাপনী অনুষ্ঠানে বঙ্গভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। অনুষ্ঠানে “মোস্ট ইন্সপ্রায়ারিং ভলান্টিয়ার স্টোরি” ক্যাটাগরিতে সেরা ১০ এর মধ্যে স্থান অর্জন করে পুরস্কার গ্রহণ করেন মোঃ আরমান হোসেন এবং তাকে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল।
মেডিকেল শিক্ষার্থী পরিচয় ছাড়াও ফরিদপুর জেলার স্বেচ্ছাসেবী সংগঠন “অনুপ্রয়াস” এর সভাপতি আরমান। ২০১২ সাল থেকে তিনি বিভিন্ন সেবামূলক কাজের সাথে জড়িত। করোনাকালীন সময়ে জরুরী  অক্সিজেন সেবা, লকডাউনে অসহায় মানুষের কাছে খাবার পৌছে দেয়াসহ বন্যার্তদের মাঝে জরুরী খাদ্য ও ওষুধ বিতরণে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড -২০২০ ছাড়াও করোনাকালে অবদান রাখার জন্য আরমান,  জাতিসংঘ স্বেচ্ছাসেবক আয়োজিত আইভিডি ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০, কোভিড-১৯ হিরো অ্যাওয়ার্ড, ইয়ুথ স্পিরিট অ্যাওয়ার্ড, ইয়ুথ ভলান্টিয়ার এক্টিভিজম অ্যাওয়ার্ড সহ বেশ কিছু সম্মাননা পেয়েছেন।
 “ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০” এর সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম মোমেন, আইসিওয়াইএফ’র সভাপতি তাহা আয়হান, মালদ্বীপের যুব, ক্রীড়া এবং সামাজিক ক্ষমতায়ন মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ মাহলুফ ও বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার হোসেন প্রমুখ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আরমান * ফরিদপুর * শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ