শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু
নিলয় মাহমুদ সুজনঃ
আজ শনিবার (১ জানুয়ারী) গাজীপুর শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শ্রীপুরের মাওনা চৌরাস্তার একে মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন একটি ভবনে রঙের কাজ করার সময় বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই রঙ মিস্ত্রির নাম দুলাল মিয়া (৪২)। সে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান,খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শ্রীপুর থানার উপ- পরিদর্শক (এসআই) রিপন আলী খান জানান, মাওনা চৌরাস্তায় একটি ভবনে রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনার পরপরই বাড়ি ওয়ালা পালিয়েছে।