নতুন বই বিতরণের সময় শিক্ষার্থীদের মারধরের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

 

এস বি সোহেলঃ করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ বছরও বই উৎসব হচ্ছে না। তবে নতুন বই বিতরণ কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।

এবারের শিক্ষাবর্ষে ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মাঝে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে পাঠ্যপুস্তক ও ৫টি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় মুদ্রিত পাঠ্যপুস্তকও রয়েছে।

সারাদেশে নানা আয়োজনে দিনটি পালিত হলেও ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২৯ নং সামন্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘটে গেল এক নেক্কারজনক ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। মারধরের একটি ভিডিও মূহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে। ভিডিও’তে দেখা যায় প্রধান শিক্ষক এমদাদ জাহিদ বই নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীদের মধ্যে হঠাৎ উত্তেজিত হয়ে বেতের লাঠি দিয়ে মারধর শুরু করে। এতে করে অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়ে।

আবুল হোসেন নামের এক অভিভাবক বলেন, আজ বছরের প্রথম দিন। সারাদেশে চলছে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসব। আমাদের সন্তানরা আজ স্কুলে গিয়েছে আনন্দের সাথে নতুন বই নিয়ে আসতে। কিন্তু স্কুলের প্রধান শিক্ষকের অসূলভ আচারণ মোটেও কাম্য নয়।

মারধরের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে উত্তেজিত হয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে রিপোর্ট করে দেখান।

এলাকায় ঘটনাটি জানাজানি হলে এলাকার সচেতন মহল ও অভিভাবকেরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ঝিনাদহ * নতুন বই * প্রধান শিক্ষক * মারধরের অভিযোগ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ