সব বই পেলো না  রাজশাহীর শিক্ষার্থীরা

রাজশাহী প্রতিনিধি:

বছরের প্রথম দিন শিক্ষার্থীরা সব বই পাওয়ার কথা থাকলে রাজশাহীর শিক্ষার্থীরা সব শ্রেণির বই পায়নি। সব বই না পাওয়ায় পর্যায়ক্রমে শিক্ষার্থীদের বই দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে অস্টম শ্রেণির একটি বই ছাড়া কোনো বই বিতরণের জন্য পাঠানো হয়নি।

এদিকে, করোনার সতর্কতায় রাজশাহীতে উৎসব ছাড়াই নতুন বই বিতরণ করা হয়েছে। শনিবার সকালে প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে সরকারের নির্ধারিত সূচী অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ করা হয়।

তবে সংশ্লিষ্টরা বলছেন, ১২ জানুয়ারি পর্যন্ত বই বিতরণ চলবে। এই সময়ের মধ্যে বই চলে আসবে। তাতে নির্ধারিত সময়ের মধ্যেই নতুন বই পাবে সব শিক্ষার্থী।

জানা গেছে, রাজশাহী জেলায় মাধ্যমিক পর্যায়ের ৬০ শতাংশ বই এসেছে। এখনও বাকি রয়েছে ৪০ শতাংশ বই। এছাড়া প্রাথমিক পর্যায়েও বই আসতে বাকি আছে।

রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, কিছু কিছু উপজেলায় ৪৫ থেকে ৬০ শতাংশ নতুন বই এসেছে। বাকি বইগুলো ১২ জানুয়ারির আগেই আসবে।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, বই বিতরণ চলছে। তবে কিছু উপজেলায় এখনও শতভাগ বই আসেনি। তবে প্রথম দ্বিতীয় শ্রেণির সব বই এসেছে। বাকি রয়েছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির অল্প বই। বইগুলো পথে আছে দুই দিনের মধ্যেই চলে আসবে।

প্রসঙ্গতপ্রাথমিক পর্যায়ে লাখ ৮৬ হাজার ৬১২ শিক্ষার্থী ১৩ লাখ ৬৭ হাজার ৮৬২টি নতুন বই পাবে। এছাড়া মাধ্যমিক পর্যায়ে লাখ ৮৬ হাজার শিক্ষার্থী পাবেন প্রায় ৪৭ লাখ নতুন বই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * পাঠ্যপুস্তক * বই * রাজশাহী * শিক্ষার্থী
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ