শ্রীপুরে নব নির্মিত স্কুল ভবন উদ্বোধন করলেন সাংসদ ইকবাল হোসেন সবুজ
আবুসাঈদ গাজীপুর জেলা প্রতিনিধি ঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন ও বই বিতরণ করেছেন স্হানীয় সাংসদ জনাব মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
শনিবার সকালে বিদ্যালয়ের সভাপতি মোঃ এরশাদুল হক সরকারের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, গাজীপুর -৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক আলমগীর মোহাম্মদ মুনসুরুল আলম, বেগম তাহমিনা খাতুন উপ- পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ সামছুল আলম প্রধান, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক নূরে আলম মোল্ল।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ইন্জিনিয়ার রোমান প্রধান, বিদ্যালয়ের সহ-সভাপতি কবিশিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।