কবি ও সাংবাদিক রেজা শাহীনের জন্মদিন আজ
আজ ১ জানুয়ারি কবি ও সাংবাদিক রেজা শাহীনের জন্মদিন। তিনি ১৯৯৬ সালের ১ জানুয়ারি সিলেট মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। পৈত্রিক নিবাস চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়।
রেজা শাহীন ২০১৭ সালে ঢাকা বিশ্বিবদ্যালয়ের অধিভুক্ত সরকারি কবি নজরুল কলেজ থেকে ইতিহাসে স্নাতক পাশ করেন। ২০১৮ সালে একই কলেজ থেকে করেন স্নাতকোত্তর।
ডাকাতিয়া নদীর কোল ঘেঁষে বেড়ে ওঠেন রেজা শাহীন। শৈশব থেকেই করেন লেখালেখি। নিয়মিত লিখছেন বিভিন্ন ম্যাগাজিন ও জাতীয় দৈনিকে। ২০২০ সালে দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় কন্ট্রিবিউটর হিসেবে কাজ শুরু করেন। ২০২১ সালে যুক্ত হন দৈনিক ভোরের কাগজের সাথে। এখানে তিনি বিনোদন বিটে কাজ করছেন। রেজা শাহীনের সাংবাদিকতা শুরু হয় ‘হাতেখড়ি’ পত্রিকার রিপোর্টার হিসেবে। পত্রিকাটির নিউজ রির্পোটার ছিলেন তিনি। কাজ করতেন শিশুদের অধিকার, সাফল্যসহ নানান বিষয় নিয়ে।
রেজা শাহীন সম্পাদিত কাব্য সংকলন ‘শতবর্ষে বঙ্গবন্ধু’ প্রকাশিত হয় ২০২০ বইমেলায়। বইটি প্রকাশিত হয় ‘অন্বয় প্রকাশ’ থেকে। লেখালেখি ও সাংবাদিকতার পাশাপাশি রেজা শাহীনকে অভিনয় করতেও দেখা যায়। এরইমধ্যে তিনি সাতটির অধিক নাটকে অভিনয় করেছেন। নাটকগুলো হলো, ‘ফ্যাটলাক’, ‘মায়ার জালে’, ‘মাজনু’, ‘বিয়ে শাদি’, ‘লাভার্স ফুড ভ্যান’, ‘অমানুষ’ ও ‘মজনু ভাই’। সম্প্রতি ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ (সিজন-ফোর)-এর শুটিং শেষ করেছেন তিনি। এটি তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক।
রেজা শাহীন সবসময় চেষ্টা করেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে প্রতিষ্ঠা করেন ‘আলোর যাত্রা’ নামে একটি সেবামূলক সামাজিক সংগঠন।
প্রতিবেদন : নিজস্ব প্রতিবেদক