শ্রীপুরে বিদুৎস্পৃষ্ট হয়ে ডিস ব্যবসায়ীর মৃত্যু
আবু সাঈদ গাজীপুর জেলা প্রতিনিধি ঃ
গাজীপুরের শ্রীপুরে ডিস লাইনের সংযোগ দেওয়ার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে ডিস ব্যবসায়ী নজরুল ইসলাম নুরীর (৪০) মৃত্যু হয়েছে। সে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদা পাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। কাওরাইদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য মমিনুল কাদির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
ইউপি সদস্য মমিনুল কাদির স্থানীয়দের বরাত দিয়ে জানান, ডিস সংযোগ মেরামত করছিলনুরী। এ সময় বৈদ্যুতিক তারের ওপর দিয়ে ডিস লাইন সংযোগ দেওয়ার জন্য তার ছুঁড়ে দিলে ওই তারে স্পর্শ লেগে সে বিদুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।