নোয়াখালীতে ৪দিন ব্যাপী বঙ্গবন্ধু ও  স্বাধীনতা বই মেলা 

নোয়াখালী প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বিকেল থেকে নোয়াখালীতে ৪দিন ব্যাপী বঙ্গবন্ধু ও স্বাধীনতা বই মেলা শুরু হয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে জেলা শিল্পকলা একাডেমী মাঠে এ মেলার উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীন এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তারিকুল আলম ও জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল্যাহ আল মামুন প্রমুখ। আগামী ২ই জানুয়ারী পর্যন্ত এ মেলা চলবে। মেলায় প্রায় শতাধিক স্টল স্থান পেয়েছে। মেলার পাশাপাশি প্রতিদিন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * নোয়াখালি * বই মেলা * স্বাধীনতা
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ