নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুর্গাপুর মাড়িয়া ইউপির স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৬নং মাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ মৃধা (ঘোড়া প্রতিক) নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাটকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। বৃতহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে মাড়িয়া ইউপির হোজা অনন্তকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভা শেষে এ ঘোষণা দেন তিনি।
আব্দুল লতিফ মৃধা দুর্গাপুর উপজেলা আওয়ামীগের কৃষক লীগের সাবেক সভাপতি ছিলেন। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে আগামী ৫ জানুয়ারীর ইউপি নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নেন। কিন্তু দলের বিষযটি বিবেচনা করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এসময় তিনি নৌকার প্রার্থী সম্রাটকে সমর্থন জানিয়ে ও নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নৌকার চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাট জানান, নৌকাকে সম্মান জানিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর পদ থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন আব্দুল লতিফ। আমি মনে করি আব্দুল লতিফের ঘোষণায় এই ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিত হলো।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছালেমন,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লায়ন উদ্দিনসহ উপজেলা মাড়িয়া ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।