কাশ্মীরে পুলিশের গুলিতে নিহত ৬
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই জন পাকিস্তানী নাগরিকসহ ৬ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। বৃহস্পতিবার কাশ্মীর পুলিশের বরাত দিয়ে এনডিটিভি এই তথ্য জানিয়েছে।
কাশ্মীর পুলিশ জানায়, কুলগাম ও অনন্তনাগ জেলায় পৃথক দুটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। কথিত এই বন্দুকযুদ্ধে নিহত ছয়জনকে ‘সন্ত্রাসী’ বলছে পুলিশ।
কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার জানান, নিহতরা নিষিদ্ধ ঘোষিত জইশ-ই-মোহাম্মদের সদস্য। তিনি বলেন এ পর্যন্ত অনন্তনাগ ও কুলগ্রাম জেলায় দু’টি পৃথক এনকাউন্টারে নিহতদের মধ্যে চার জনকে শনাক্ত করা হয়েছে, তাদের দুই জন পাকিস্তানি ও দুই জন স্থানীয়।
গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সেখানে তল্লাশি অভিযান শুরু করে। এক পর্যায়ে লুকিয়ে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করলে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।
পুলিশ আরো জানায়, অনন্তনাগের নওগাম এলাকায় অভিযানকালে তাঁদের এক সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল বুধবার সন্ধ্যায় সন্ত্রাসবিরোধী পৃথক অভিযান দুটি শুরু করা হয় বলে জানান কর্মকর্তারা। এই নিরাপত্তা অভিযানকে একটি বড় সাফল্য হিসেবে অভিহিত করেন কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক।
এছাড়াও আজ সকালে কাশ্মীর পুলিশ টুইট করে জানায়, পৃথক দুটি বন্দুকযুদ্ধের ঘটনায় ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তাঁদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক। বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে।