রাজশাহীতে করোনার বুস্টার ডোজ দেয়া শুরু

 

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীতে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকাল নয়টা থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও পুলিশ লাইন হাসপাতালে এই কর্মসূচি শুরু করা হয়েছে। যা চলে দুপুর ১ টা পর্যন্ত।

জানা গেছে, প্রথম দিন রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ৬০০ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এরই মধ্যে যারা এসএমএস পেয়েছেন তারাই আজ পেয়েছেন করোনার এই বুস্টার ডোজ।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, বুস্টার ডোজ প্রয়োগের শুরুতেই বয়সটাকেই বিবেচনা করা হয়েছে। কারণ করোনায় মৃতের মধ্যে অধিকাংশেরই বয়স ষাটোর্ধ ছিল। এরপর ফ্রন্টলাইনাররা বুস্টার ডোজ দেয়া হবে।

রাজশাহীর সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, প্রথমদিন সিটি কর্পোরেশনের বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়েছে। শিগগিরই জেলার ৯ উপজেলায়ও বুস্টার ডোজ প্রয়োগ কার্যক্রম শুরু হবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * করোনা * বুস্টার ডোজ * রাজশাহী
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ