ডাকাতিয়ার পাড়ে ফরিদগঞ্জ লেখক ফোরামের সাহিত্য আড্ডা
শীতের পড়ন্ত বিকেলে যখন সূর্যটা ডিমের লাল কুসুমের মতো অস্ত যেতে প্রস্তুতি নিচ্ছিলো, ঠিক সেসময়ই পরিবেশে নেমে এলো একঝাঁক সাহিত্য পাখি।
একপাশে ডাকাতিয়া নদী অন্য পাশে বিস্তীর্ণ চরের জলরাশি। মাঝখানে এটেল মাটির উপর সদ্য গজানো দুর্বাঘাসের কার্পেটে বসেছিল প্রকৃতিপ্রেমী কবি-সাহিত্যিকের প্রাণবন্ত সাহিত্য আড্ডা।
নদীর বুকে সবুজ কস্তরি, চরে মাছের ছোটাছুটি, সবুজ অরণ্যে পাখির গান আর পাড়ে কবিতার সুরে এক অভূতপূর্ব ব্যঞ্জনার সৃষ্টি করেছে ২৫ ডিসেম্বর বিকালে। ভাটিয়ালপুর-চরবসন্তের মিলনস্থল হয়ে উঠেছে এক স্বর্গীয় শিল্পস্থান। পড়ন্ত সূর্যের রক্তিম আভায় চরের চিকচিক করা জলের মাঝখানে ঠায় দাঁড়িয়ে থাকা হিজল গাছটি সকলের দৃষ্টি কেড়ে নিয়েছিল। জলে নিমগ্ন হিজলটি চিরনিঃসঙ্গতা ছেড়ে কবিদের সাথে আড্ডায় মেতে ওঠে।
অমৃত ফরহাদের সঞ্চালনায় ও দন্ত্যন ইসলামের সভাপতিত্বে ফরিদগঞ্জ লেখক ফোরামের ৪২৫তম সাহিত্য আড্ডাটি সম্পন্ন হয়। প্রাণবন্ত আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করে মোস্তাফিজুর রহমান (যে স্মৃতি ওড়ে ভালোবাসায়), গাজী জাহিদ হাসান (রঙিন ভালোবাসা), অমৃত ফরহাদ (ভালোবাসায় ভালোবাসা পাওয়া যায়), মোহাম্মদ নুরুজ্জামান (ঋতুরূপে ভালোবাসা) ও (অতি সুন্দর চোখে মিথ্যের আশ্রয়), দন্ত্যন ইসলাম (যে গোপন কবিতাটি লেখা হবে প্রকাশ্যে) ও (গোরস্থানে লুকিয়ে গেছে নৈঃশব্দ্য)। ছোটগল্প ‘রাতের নৌকা ভ্রমণ’ পাঠ করে ইয়াছিন দেওয়ান।
আড্ডার শেষের দিকে গান গেয়ে সভাকে মাতিয়ে তোলে তারেক রহমান তারু। আলোচনায় অংশগ্রহণ করেন দন্ত্যন ইসলাম, মোহাম্মদ নুরুজ্জামান, অমৃত ফরহাদ, ইয়াছিন দেওয়ান ও তাসনিফ ইমন।
সাহিত্য আড্ডায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাউছার হোসাইন, নিউজ ২৪ এর মালয়েশিয়া প্রতিনিধি ও মালয়েশিয়া প্রেসক্লাবের সদস্য সচিব শাহাদাত হোসেন, মেহেরাজ হাসান সৌরভ, ফাবিয়া জাহান, তানজিল হৃদয়, আব্দুল আহাদ প্রমুখ। সন্ধ্যার পর শীতের ঐতিহ্যবাহী ভাঁপা আর চিতই পিঠায় হারিয়ে যায় কবি-সাহিত্যিকরা।
প্রতিবেদক : জেলা প্রতিনিধি, চাঁদপুর