রক্তদাতাদের সম্মাননা প্রদান করলো ‘গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশন’

ফরিদগঞ্জ উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের একঝাঁক স্বপ্নবাজ তরুণদের প্রতিষ্ঠিত সেবামূলক প্রতিষ্ঠান ‘গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ২০২১ সম্পন্ন হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, মিলনমেলা ও রক্তদাতাদেরকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও বৃহত্তর কুমিল্লা সমিতি ইতালি ভেনিসের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন (এস.টি শাহাদাত) বলেন, ‘গোবিন্দপুর আমার জন্মস্থান। এমন একটি অজপাড়াগাঁ থেকে জাতীয় মানের একটি জনসেবামূলক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে দেখে আমি আপ্লুত। আমাদের সমাজের তরুণরা রক্তদানে উৎসাহী হয়েছে, আমার এজন্য আনন্দ লাগছে। এদেরকে সম্মানিত করতে পারাটা অনেক বিরাট ব্যাটার। মানবকল্যাণ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী কর্মীরা যেভাবে দক্ষতার সাথে সেবামূলক কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবি রাখে এবং তাদের আগামী দিনের কর্মকাণ্ড আরও সুন্দর ও সফলতা বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি। তাদের সুন্দর ও সফলতার অংশীদার হিসেবে তাদের পাশে সবসময় থাকার অঙ্গীকার করলাম।’

২৫ ডিসেম্বর শনিবার সকাল দশটায় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক কবি মোঃ নুরুজ্জামান এবং সংগঠনের বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলী আশ্বাদ। অনুষ্ঠানে ১০নং গোবিন্দপুর ইউনিয়নের ১০০ জন স্বেচ্ছায় রক্তদাতা সদস্যকে সম্মাননা ক্রেস্ট ও মহামারি করোনাকালীন সময়ে সম্মুখযোদ্ধা হিসেবে যারা অক্সিজেন সেবা প্রদান করেছেন এমন ১১ জন স্বেচ্ছাসেবীকে সম্মাননা প্রদান করেন। তাছাড়া প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আবু সাঈদ পাটোয়ারী, ডা. মোঃ সাইফুল ইসলাম, ইতালি প্রবাসী মোঃ জাকির হোসেন, প্রবাসী মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মোবারক হোসেন বকুল, মোঃ আওলাদ হোসেন রিপন প্রমুখ।

 

প্রতিবেদক : জেলা প্রতিনিধি, চাঁদপুর

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * করোনাকালীন সম্মুখ যোদ্ধা * গোবিন্দপুর মানবকল্যাণ ফাউন্ডেশন * ফরিদগঞ্জ উপজেলা * সম্মাননা প্রদান
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ