এমরান হোসেন মিলন ভূঁইয়ার গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
জেলা প্রতিনিধি, চাঁদপুর :
ফরিদগঞ্জ উপজেলার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ ও যুবলীগ সভাপতি এবং ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এমরান হোসেন মিলন ভূইয়ার নির্বাচনী গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আর সেটাই জানান দিচ্ছে এমরান হোসেন মিলন ভূইয়ার জনপ্রিয়তা কতটুকু। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে এমন চিত্র দেখা যায়।
এবার ফরিদগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনে ৯নং উত্তর গোবিন্দপুর ইউনিয়নে যে কয়জন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, এমরান হোসেন মিলন ভূইয়া তাদের মধ্যে অন্যতম মনে করছেন সাধারণ ভোটাররা। গত কয়েক দশক ধরে রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসায় এই ইউনিয়নের প্রতিটি মানুষের পরিচিত মুখ হিসেবে এবার চেয়ারম্যান পদে লড়ছেন তিনি। এছাড়াও এই ইউনিয়নের যে কয়জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন তাদের সবার থেকে আলাদা এবং রাজনৈতিক প্রজ্ঞায় বলিয়ান তিনি- এমনটাই বলছেন এই ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মীরা।
মনোনয়ন বৈধ হওয়ার পর থেকে অবিরামভাবে চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। এছাড়াও মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন, আবার সেখানে মানুষের ভালোবাসায়ও সিক্ত হচ্ছেন। সাধারণ ভোটাররা মনে করছেন প্রার্থী হিসেবে তিনি মানুষের মন জয় করে এবার ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে মানুষের চাওয়া-পাওয়াকে মূল্যায়ন করবেন।
এদিকে এমরান হোসেন মিলন ভূইয়া বলেন, আমি এবার নির্বাচনে জয়ী হলে মানুষের কল্যাণে কাজ করে সবাইকে জানিয়ে দিতে চাই, ইচ্ছে থাকলে এই ইউনিয়নের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব। আমি চাই এই ইউনিয়নের জনগণ আমাকে ভোটের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণে শামিল হবে।