ইসলামের দৃষ্টিতে শুদ্ধ সংস্কৃতি চর্চা হারাম নয় : এস বি সোহেল

 

আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এদেশে শতকরা ৯০ ভাগ মুসলিম। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে। যা প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলছে।

আমরা মূলত নির্দিষ্ট একটি সংস্কৃতিতে জন্মেছি এবং সামাজিকভাবে বাসবাস করার মাধ্যমে আমরা সংস্কৃতি শিখি বা ধারণ করি। সংস্কৃতিকে মানুষের জীবনযাত্রার রূপ হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। যেমন: কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের লোকেরা কীভাবে চিন্তা করে, কীভাবে তারা কাজ করে, তাদের আচার-আচরণ, দৃষ্টিভঙ্গি, পোশাক, তাদের কথা বা ভাষা, তাদের ধর্মীয় ক্রিয়াকালাপ, সংগীত, সাহিত্য ইত্যাদি বিষয়গুলো মিলিত হয়ে একটি সংস্কৃতির সৃষ্টি হয়।
সংস্কৃতি এমন এক জিনিস যা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সংক্রমণিত হয়।

ইসলামের দৃষ্টিতে সঙ্গীত, শিল্প, সংস্কৃতি – এগুলো মানুষের সহজাত প্রতিভা। ইসলাম কখনোই মানুষের এমন সৃজনশীল প্রতিভার বিকাশে বাধা দিতে পারেনা। ইসলাম নিয়ে বাড়াবাড়ির দরুন আজকের সমাজে সঙ্গীত, সিনেমা, নাটক হারামের মত এমন বহু বিকৃত ধারণা প্রতিষ্ঠিত হয়ে আছে।

আজ আমাদের সমাজে অন্ধ, লেবাসধারী ধর্ম ব্যবসায়ী একটি গোষ্ঠী তারা দেশের শিক্ষাব্যবস্থা, সৃজনশীল চর্চা, শিল্প, সংস্কৃতির ভুল ধরতে শুরু করেছে। সাম্প্রদায়িক আক্রমণের শিকার আজ রূপালী জগতের ছোট কিংবা বড় পর্দার তারকা শুধু একা চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা নন আমরা সবাই আক্রান্ত! লেবাসধারী ধর্মব্যবসায়ী গোষ্ঠীর ও সমর্থকদের ভয়াবহ আগ্রাসন সবাইকে গ্রাস করার আগেই, আমাদের কে প্রতিহত করতে হবে।

তাই বলছি শুদ্ধ সংস্কৃতি চর্চা ছাড়া কোনো সভ্য জাতি বাঁচতে পারেনা। এদেশে শুদ্ধ সংস্কৃতিচর্চা বন্ধ হলে, এই জাতি আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

এস বি সোহেল, বিনোদন সাংবাদিক, ঢাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * এসবি সোহেল
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ