যুক্তরাজ্যপ্রবাসী মুক্তিযুদ্ধ গবেষক, লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানের বইয়ের মোড়ক উন্মোচন

যুক্তরাজ্যপ্রবাসী মুক্তিযুদ্ধ গবেষক, লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান আলোকিত একটি নাম। সাহিত্য, সাংবাদিকতা ও গবেষণায় তিনি রাখছেন স্বকীয়তার উজ্জ্বল স্বাক্ষর। ইতোমধ্যে তাঁর দশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
সম্প্রতি তাঁর রচিত ‘সিলেটে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও সৌধ’, ‘Gallantry award recipient freedom fighters of Sylhet’ এবং ‘করোনা আতঙ্ক দেশে দেশে’ গ্রন্থ তিনটি সাহিত্যের অনবদ্য সৃষ্টি। এই তিন গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান ও প্রীতিসম্মিলন আজ শনিবার ৪ ডিসেম্বর ২০২১ তারিখ বিকেল চারটায় রাজধানী ঢাকার কাঁটাবনস্থ ‘কবিতা ক্যাফে’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড.মাহমুদ শাহ কোরেশী, একুশে পদক প্রাপ্ত কবি অসীম সাহা, একুশে পদক প্রাপ্ত কবি ও বাংলা একাডেমির উপ-পরিচালক ড. তপন বাগচী, শিক্ষাবিদ, কবি ও সংগীতজ্ঞ ড. গৌরী ভট্টাচার্য,সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য এর সভাপতি কবি ময়নূর রহমান বাবুল,শিশু একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক কবি হানিফ খান, বিশ্ব বাঙালি সংসদের সভাপতি লোকমান হোসেন পলা, বিশ্ব বাঙালি সংসদের প্রধান উপদেষ্টা বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী এবং উপস্থাপনা করবেন অ্যাডভোকেট লেখক ও আবৃত্তি শিল্পী শিমুল পারভীন।
অতিথিরা সুদূর লন্ডন থেকেও এদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রামাণ্য গ্রন্থ রচনায় তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান এবং এবং পরিশ্রমলব্ধ কাজের জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেন এবং সেই সাথে আনোয়ার শাহজাহানের এমন নিরলস সাহিত্য সাধনার ক্রমাগত সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠান শেষে তাঁর তিনটি বইয়ের মোড়ক উন্মোচন হয়।