লালপুরে প্রান্তিক চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

মনজুরুল ইসলাম  রিপোর্টারঃ
নাটোরের লালপুরে কৃষি প্রনোদনার আওতায় প্রায় সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারন অধিদপ্তর, লালপুর উপজেলার আয়োজনে ও লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, লালপুর উপজেলা কৃষকলীগের সভাপতি কামরুজ্জামান লাভলু, লালপুর উপজেলা

আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু,সদস্য ও লালপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি ফিরোজ আল হক ভুইয়া। উপজেলা উপ সহকারী কৃষি অফিসার উজ্জল কুমার পাল এর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর আওয়ামীলীগের ( একাংশের) সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু,লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের ( একাংশের) সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ইপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আরিফুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার ৩ হাজার ৪ শত প্রান্তিক কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কৃষক * লালপুর
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ