তুরাগে ওমর ফারুক হিমেলের উপর দুর্বিৃত্তদের হামলা
নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী উত্তরা তুরাগ থানাধীন ধউর পূর্বপাড়ায় নিঃস্বার্থ সেবা সংগঠন নামক একটি সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওমর ফারুক হিমেল এর উপর সন্ধার পর পর একদল দুর্বৃত্ত হামলা করে।জানা যায় ৮-১০ জনের একটি দল বাইকযোগে এসে পরিকল্পিত অনুযায়ী হামলা চালায়।ওমর ফারুক হিমেল এর সাথে কথা বলে জানা যায় এ হামলায় সরাসরি অংশ গ্রহণ করেন ১.মোঃ শাওন,২মোঃ শাওন জুম্মন, ৩.মোহাম্মদ শরীফ,৪.মোহাম্মদ পিংকি ৫. মোহাম্মদ পারভেজ,৬.মোঃ বাবু সহ আরো বেশ কিছু সহযোগী ছিলো।
হিমেল বলেন ঘটনাস্থলে আমাকে এলোপাতাড়ি মারধর করে আমার কাছে থাকা ৭৩ হাজার টাকার একটি খাম সহ আমার ব্যবহারকৃত অফিসিয়াল মোবাইল রিয়েলমি সি২৫ কেড়ে নেয় এবং আমার ব্যবহারকৃত মোবাইল vivo nex s ব্যবহারের অযোগ্য করে তোলে।হামলাকারীর ঘারে কোমড়ে ছিলো মোটা মোটা কিছু শিকল সুইচ গিয়ার মোট ৬ টি মোটরসাইকেল সহ তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।উক্ত ঘটনার প্রত্যক্ষদর্শী ওই এলাকার মৃত বাচ্চুর ছেলে আলী সহ আরো ২০ থেকে ৩০ জন লোক ছিলো।
এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয় কিন্তুু এখন পর্যন্ত তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে চোখে পরে না।ওমর ফারুক হিমেল আরও বলেন,আবারও আমার ওপর হামলা হতে পারে এ আশঙ্খা করছি।আমি আইনের কাছে সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক বিচার দাবি জানাচ্ছি। তুরাগ থাকা একটি অভিযোগ দাখিল করা হয়েছে যার দায়িত্ব রয়েছেন এস আই নির্মল।এর সত্যতা স্বীকার করে এস আই নির্মল বলেন ঘটনার সত্যতা আছে তদন্ত চলছে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।