অষ্টম বছরে পদার্পণ করলো ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট’

শিল্পমাধ্যম এবং গণমাধ্যম হিসেবে চলচ্চিত্র ও টেলিভিশনের সম্ভাবনা এবং জনজীবনে এর অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্য বিবেচনা করে দেশে এইক্ষেত্রে দক্ষ লোকবল গড়ে তুলতে ২০১৩ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠিত হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট’। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ ফিল্ম ডেভলেপমেন্ট এন্ড কর্পোরেশন তথা বিএফডিসির। তিনি ছিলেন অত্যন্ত দূরদর্শী এবং স্বপ্নের দিশারি। চলচ্চিত্রের মত শিল্পমাধ্যম দিয়ে ব্যাপক জনসংখ্যার কাছে দ্রুততম সময়ে পৌঁছানো যায় এবং জাতির সৃজনশীলতার বিকাশ ও মানসিক গঠনে চলচ্চিত্রের ভূমিকা অনুধাবন করেই বঙ্গবন্ধু যুগান্তকারী সেই পদক্ষেপ নিয়েছিলেন।

কালক্রমে টেলিভিশনও গণমাধ্যম হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু দু:খজনক হল, দক্ষ জনবলের অভাবে দীর্ঘ অনেকগুলো বছর পেরিয়ে গেলেও এই ক্ষেত্রে বাংলাদেশের তেমন উল্লেখযোগ্য কোন অর্জন ছিল না। এই বন্ধ্যাত্ব ঘুচাতে এবং বঙ্গবন্ধুর দেখিয়ে যাওয়া স্বপ্নের বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে প্রতিষ্ঠিত করেন ‘বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট’ সংক্ষেপে বিসিটিআই।

চলচ্চিত্র ও টেলিভিশন বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক ইন্সটিটিউটের অনুকরণেই প্রতিষ্ঠিত হয়েছে বিসিটিআই। এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে দক্ষ জনবল বের হয়ে ছড়িয়ে পড়বে দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে এমনটাই প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর। বিশ্বমানের চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ করে বাংলাদেশের নির্মাতারা বয়ে আনবেন দেশের জন্য ব্যাপক সুনাম এবং পরিচিতি। এমন আশাবাদ থেকেই যাত্রা শুরু করে দূর্বার গতিতে এগিয়ে চলছে বিসিটিআই।

ইতোমধ্যেই বিসিটিআই এর প্রশিক্ষণার্থীদের নির্মিত একাধিক চলচ্চিত্র প্রদর্শিত এবং পুরস্কৃত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে। কুড়িয়েছে বিশিষ্টজনদের প্রশংসা, পেয়েছে সুনাম এবং এরই সাথে ছড়িয়ে গেছে বাংলাদেশের নাম। আগামীকাল বিসিটিআই এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসছেন মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেত্রী, মাননীয় এমপি এবং বিসিটিআই এর গভর্নিং বডির সদস্য মিজ সুবর্ণা মুস্তাফা। অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে ‘বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর’ এর তথ্যভবনে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * bcti bangladeshicinema binodonnews minesterofinformation
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ