ভারতের সবচেয়ে ধনী ভিখারি

           

মাঝে মধ্যেই ভিখারিরা খবরের শিরোনাম হয়ে ওঠেন। তেমনি এবারো একজন ভিখারি তার আয়ের জন্য ভারতের গণমাধ্যমে শিরোনাম হয়েছেন। তার মাসিক আয়, জীবন যাপন, সম্পত্তির পরিমাণ শুনে চোখ কপালে উঠার মতো।

এক জন ভিখারির মাসিক আয় কত হতে পারে? এই ধারণা হয়তো আমাদের বেশির ভাগেরই নেই। তবে অনুমানের ভিত্তিতে বলা যেতে পারে সর্বোচ্চ ৫ হাজার থেকে ১০ হাজার! কিন্তু এমন ভিখারি আছেন, যারা এক জন ভাল সরকারি বা বেসরকারি কর্মীর থেকে অনেক বেশি আয় করেন। বিলাসবহুল জীবনযাপনও করেন।

তেমন একজন ‘ধনী’ ভিখারি হলেন ভরত জৈন।ভারতীয় সংবাদমাধ্যমের বেশ কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে, ভরতই ভারতের সবচেয়ে ‘ধনী’ ভিখারি। তিনি মূলত মুম্বাইয়ের প্যারেল এলাকাতে ভিক্ষা করেন। তার মাসিক আয়, সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে।

৪৯ বছরের ভরতের মাসিক আয় ৭৫ হাজার টাকার বেশি। শুধু তাই নয়, ভরতের দু’টি অ্যাপার্টমেন্ট আছে। যার এক একটির দাম ৭০ লক্ষ টাকা। বাবা, দুই ভাই, স্ত্রী এবং দুই ছেলে নিয়ে ভরতের সংসার। ভরতের একটি দোকান আছে। ওই দোকান ভাড়া দিয়ে মাসে ১০ হাজার টাকা পান তিনি।

শুধু ভরতই নন, এই তালিকায় রয়েছেন কলকাতার লক্ষ্মী দাসও। ১৯৬৪ সাল থেকে ভিক্ষা শুরু করেন লক্ষ্মী। তখন তার বয়স মাত্র ১৬ বছর। পঞ্চাশ বছরের বেশি ভিক্ষা করেই অর্থ সংগ্রহ করছেন। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, লক্ষ্মীর মাসিক আয় ৩০ হাজার টাকা। ব্যাঙ্কে বিপুল টাকা জমা রয়েছে তার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ধনি * ভারত * ভিখারি * ভিখারী
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ