১০ ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার
মঙ্গলবার বিকেলে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ডব্লিউটিও সেলের মহাপরিচালক জানান, ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর টাকা কোথায় গেছে, সেটাও জানা যায়নি।
এর আগে আর্থিক অনিয়ম ও ভোক্তা ঠকানোর অভিযোগে ই-অরেঞ্জ, ধামাকা, কিউকম, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট, নিড ডটকম ডটবিডি ও আলেশা মার্ট এ নয়টি ই-কমার্স কোম্পানির হিসাব খতিয়ে দেখতে নিরীক্ষক নিয়োগ দিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলো কেন্দ্রীয় ব্যাংক। চিঠিতে তৃতীয় পক্ষের মাধ্যমে অর্থাৎ নিরীক্ষক নিয়োগ দিয়ে নিরীক্ষা করার পরামর্শ দিয়েছিলো বাংলাদেশ ব্যাংক।