প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল খুলছে স্কুল-কলেজ
তবে করোনা সংক্রমণ আবার বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান ফের বন্ধ করার সিদ্ধান্ত আসতে পারে বলে শুক্রবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে দেয়া হয়েছে ১১ দফা নির্দেশনা। চলতি বছর ও আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থী এবং ৫ম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন। অন্যান্যা শ্রেণির ক্লাস সপ্তাহে ১ দিন। প্রাথমিক সমাপনী ও বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হবে।
করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর ২৩ দফা বাড়ানো হয় ছুটি। এর মধ্যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ২০২০ সালের এসএসসি-এইচএসসি ও সমমানের শিক্ষার্থীদের অটোপাস দেয়া হয়।