কাশ্মীর সংকট গভীর হওয়ার আশংকা

তালেবান আফগানিস্তান দখলের পর ভারতের জম্মু-কাশ্মীর নিয়ে শঙ্কা বেড়েছে। এতে দেশটিতে সশস্ত্রগোষ্ঠীর ছত্রছায়ায় আবারও শাখা-প্রশাখা বাড়াতে পারে আল কায়দা। যার প্রভাবে অঞ্চলজুড়ে চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ইতোমধ্যে ভারত নিয়ন্ত্রিত ওই অঞ্চলে জঙ্গি তৎপরতা বেড়েছে। এ ছাড়া আল কায়দা কাশ্মীরসহ ‘ইসলামী ভূখণ্ড’কে মুক্ত করতে বিশ্বজুড়ে জিহাদের ডাক দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এর ফলে কাশ্মীর সংকট আরও ঘনীভূত হবে এবং যা ভারতের মাথাব্যথার বড় কারণ হতে পারে।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবির সূত্র বলছে, তালেবান ক্ষমতা দখলের পর কাশ্মীরে ছয়টি জঙ্গিগোষ্ঠী সক্রিয় হয়েছে। এ ছাড়া গত এক মাসে উপত্যকার নানা প্রান্তে ছোট-বড় হামলা চালিয়েছে ৫০ থেকে ৬০ সন্ত্রাসী। তারা নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে। ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান।

এর আগে সীমান্ত ঘেঁষা প্রদেশগুলোর নিয়ন্ত্রণ নেয় তারা। তখন থেকেই পাকিস্তানের কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ঘেঁষা জঙ্গি শিবিরে নতুন করে তৎপরতা শুরু হয় বলে দাবি আইবির। সংস্থাটির এক কর্মকর্তা দাবি করেন, ‘নিয়ন্ত্রণ রেখা হয়ে পাকিস্তানে প্রশিক্ষিত অন্তত ৩০০ সন্ত্রাসী ভারতে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে।’

শ্রীনগরের পুলিশ জানায়, ইতোমধ্যে এ অঞ্চল থেকে অন্তত ৬০ জন যুবক ‘নিখোঁজ’ হয়েছে। তাদের গন্তব্য পাকিস্তানের জঙ্গি প্রশিক্ষণ শিবির বলেই আশঙ্কা করছেন ভারতীয় গোয়েন্দারা। সূত্র: এনডিটিভি, জিনিউজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কাশ্মীর * জঙ্গি
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ

Add to Queue Add to Playlist Share

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook