দ্রুতই খুলবে শিক্ষা প্রতিষ্ঠান

প্রধানমন্ত্রী বলেন, টিকার কোনো সমস্যা নেই। যেখান থেকে যতটুকু পারছি আমরা নিয়ে আসছি। খুব তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দেয়ার জন্য নির্দেশ দিয়েছি। ব্যবস্থা নেয়া হচ্ছে। শিক্ষকদের টিকা দেয়া হচ্ছে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন, তাদের পরিবারসহ যেন টিকা দেয়া হয়, সেই ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। তাছাড়া স্কুল কলেজের শিক্ষকদের দুই ডোজ টিকাও দেয়া হয়েছে। এ অবস্থায় আমি তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।
এ সময় প্রধানমন্ত্রী করোনা ও ডেঙ্গু প্রতিরোধে সরকারি বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইর প্রতি আহ্বান জানান। নিজ নিজ বাড়ি ও বাড়ির চারপাশ পরিস্কার পরিছ্ন্ন রাখার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। দেশে বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে হলেও এ বিষয়ে শিথিলতা দেখানোর কোনো সুযোগ নেই বলেও জানান সংসদ নেতা।